কৃষিজমিতে অবিস্ফোরিত কামানের গোলা
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমি থেকে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গোলাটি নিষ্ক্রিয় করেন।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ১১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলমপুর এলাকার কৃষিজমি থেকে গোলাটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী গোলাটি নিষ্ক্রিয় করেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল রাতে থানার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে একটি অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করে পুলিশ। সারারাত গোলাটি নিরাপদ স্থানে রেখে পাহারা দেয়া হয়। শুক্রবার সকালে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে গোলাটি নিরাপদে নিষ্ক্রিয় করেন।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন