আশুলিয়ায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের গোলাগুলি
সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে আশুলিয়ার উষাপ্লটির মোড় এলাকায় মতিনের বাড়িতে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মতিনের বাউন্ডারি ভেতরে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় বাউন্ডারি ভেঙ্গে অস্ত্র নিয়ে ভেতর প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা পালিয়ে মতিনকে জানালে পাশের একটি বাড়ি থেকে দুর্বৃত্তদের গুলি ছুড়েন তিনি। পরে দুর্বৃত্তরাও পাল্টা গুলি ছুড়ে।
আজিজুল ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমরা সকালে গাছ কাটার কাজ করছিলাম। এসময় কিছু অস্ত্রসহ মুখোশধারী আমাদের মারধর শুরু করে। পরে আমাদের চারজনের ফোন কেড়ে নেয়। এসময় ভয়ে আমরা পালিয়ে যাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন