অবৈধভাবে মাছ লুণ্ঠন: বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌসীমায় অবৈধভাবে চুরি করে মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ ভারতীয় দস্যু জেলেকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।
তিনি বলেন, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে টহল দিচ্ছিল আমাদের কোস্টগার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে বাংলাদেশের নৌসীমায় প্রবেশ করে মৎস্য লুণ্ঠন করছিল এফবি স্বর্ণতারা নামক একটি ভারতীয় ট্রলারে থাকা জেলেরা। এ সময় অভিযান চালিয়ে ট্রলারটিসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।’
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আমিরুল হক আরও বলেন, আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে।’
এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জেলেসহ এফ বি মা শিবানী ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ এফবি মঙ্গল চন্ডি এবং চলতি বছরের ২৯ জানুয়ারি ২৮ জেলেসহ শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন