অনাহারে প্রতিদিন মারা যাবে ১২ হাজারের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসেরর চেয়েও বেশি মানুষ ক্ষুধায় মারা যেতে পারে। এখনই সঠিক পদক্ষেপ না নিতে পারলে বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ অনাহারে মারা যেতে পারেন বলে সতর্ক করেছে অক্সফাম ইন্টারন্যাশনাল। গতকাল অক্সফাম ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
অক্সফাম বলছে, বিশ্ব এখন ‘ক্ষুধা মহামারির’ কিনারায়। করোনা ভাইরাস লাখ লাখ মানুষকে অনাহারের দিকে ঠেলে দিয়েছে। সারাবিশ্বের দরিদ্র সম্প্রদায়ের মানুষ বার বার পরিষ্কার জরুরি বার্তা দিচ্ছে, করোনা ভাইরাসের আগে ক্ষুধা তাদের মেরে ফেলবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত, বিরাট বৈষম্য, ক্রমবর্ধমান পানিবায়ু সংকটের সঙ্গে করোনা ভাইরাসের ভয়াবহতা মিলিত হয়ে খাদ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। লাখ লাখ মানুষকে অনাহারে নিমজ্জিত করে ফেলেছে।
করোনার সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাব কাটানো এবং ক্ষুধা নিরসনে এখনই যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে এ বছরের শেষ নাগাদ অনাহারে দিনে ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে। এমনকি এই মৃত্যুর সংখ্যা প্রতিদিন রোগে যে সংখ্যক মানুষ মারা যায়, তার চেয়েও বেশি হতে পারে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন