‘২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ’
নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হবে বলে সৌদি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৩১তম এবং ২০৪১ সালের মধ্যে ২০তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের হবে। শেষ তিন বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.১১, ৭.২৮ এবং ৭.৮৬ শতাংশ। আমরা আশা করছি, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮.১১ থেকে ৮.২৫ শতাংশ হবে।
সৌদি আরবে ২.৮ মিলিয়ন বাংলাদেশি আছে, উল্লেখ করে তিনি বলেন, শেষ বছরে আমরা সৌদি থেকে ২.৬ বিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স পেয়েছি, যা দেশের মোট রেমিট্যান্সের প্রায় ১৮ শতাংশ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন