রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দিল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে পাকিস্তান। আজ রোববার পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পাকিস্তানের এক কর্মকর্তা শনিবার নিশ্চিত করেন যে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার নিবন্ধন বোর্ডের বৈঠকে আরেকটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সবশেষ অনুমোদন পাওয়া টিকাটি (স্পুতনিক-ভি) রাশিয়ায় তৈরি।
পাকিস্তান কর্তৃপক্ষ একই সঙ্গে ‘স্পুতনিক-ভি’ টিকা আমদানি ও বণ্টনে স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে অনুমতি দিয়েছে।
পাকিস্তানের স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এজিপি জানিয়েছে, তারাই একমাত্র কোম্পানি, যারা রাশিয়ার স্পুতনিক-ভি টিকা আমদানি ও বণ্টনের অনুমোদন পেয়েছে।
এখন পর্যন্ত পাকিস্তানে মোট তিনটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
পাকিস্তানে গত সপ্তাহে প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেওয়া হয়। পরে চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। সবশেষ দেশটিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকা অনুমোদন পেল।
এ ছাড়া পাকিস্তানে চীনের একটি টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। কানসিনো বায়োলজিকসের টিকার ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। দেশটিতে এই ট্রায়ালে প্রায় সাড়ে ১৭ হাজার স্বেচ্ছাসেবককে যুক্ত করা হয়েছে। ট্রায়ালের প্রাথমিক ফল ফেব্রুয়ারির শুরুর দিকে পাওয়া যেতে পারে।
অন্যদিকে চীনের কাছ থেকে উপহার হিসেবে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে পাকিস্তান। এই টিকা ৩১ জানুয়ারির মধ্যে পাকিস্তানে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। উপহারের বাইরে অর্থের বিনিময়েও সিনোফার্মের কাছ থেকে টিকা সংগ্রহ করবে পাকিস্তান। পাকিস্তান প্রাথমিকভাবে সিনোফার্মের ১২ লাখ ডোজ টিকা কিনবে বলে জানানো হয়েছে।
‘স্পুতনিক-ভি’ টিকার ওয়েবসাইটে বলা হয়, এটি বিশ্বে প্রথম নিবন্ধন পাওয়া টিকা। নিবন্ধন-পরবর্তী সময়ে রাশিয়ায় টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভেনেজুয়েলা ও বেলারুশে ‘স্পুতনিক-ভি’ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
গত সপ্তাহে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে হাঙ্গেরি ‘স্পুতনিক-ভি’ টিকা ব্যবহারের অনুমোদন দেয়। পরে সংযুক্ত আরব আমিরাতও একই সিদ্ধান্ত জানায়।
রাশিয়ার বাইরে প্রায় এক ডজন দেশ ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
‘স্পুতনিক-ভি’ টিকার দুটি ডোজ নিতে হয়। এই টিকা সিরিঞ্জের মাধ্যমে দিতে হয়।
গত আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা। রাশিয়ার ভাষ্য, তাদের উদ্ভাবিত ‘স্পুতনিক-ভি’ টিকা কার্যকর ও নিরাপদ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন