দেশে জিকা ভাইরাস নেই
৩ ফেব্রুয়ারি ২০১৬, সাস নিউজ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আমাদের দেশে ‘জিকা ভাইরাস’ নেই। তবে ভাইরাস প্রতিরোধে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে ইবোলা ভাইরাস প্রতিরোধেও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নানা ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল। এবারো জিকা ভাইরাস প্রতিরোধে নেবে।’
তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলো সর্বদা আমাদের অধিদফতরের অধীনে তত্ত্বাবধান করা হচ্ছে। যেখানেই রোগীদের সেবা নিয়ে অবহেলা হচ্ছে, আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্যগত যে কোনো সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে রয়েছে।’
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
আড়াইহাজার পৌরসভা মেয়র মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, ডা. সায়মা আফরোজ ইভা প্রমুখ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন