দুবাইয়ে প্রথম ‘বাংলাদেশ বইমেলা’
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বইমেলা-২০২২’। এ মেলার আয়োজন করবেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।
মঙ্গলবার (১০ মে) দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কনস্যুলেট।
এতে উল্লেখ করা হয়, আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ বইমেলা-২০২২’ এর আয়োজন ও একই সময়ে বৈশাখী উৎসব-২০২২ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি বা প্রতিষ্ঠানকে বইমেলা ও বৈশাখী উৎসবে স্টল বরাদ্দের জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১৭ মে বিকেল ৪টার মধ্যে mission.dubai@mofa.gov.bd ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানায় কনস্যুলেট।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদন গৃহীত হবে না। এ ছাড়া স্টল বরাদ্দের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন