সাস নিউজ২৪ ডট কম : ইসলামী নেতা দাবি করলেও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তানরা ইসলামের ধারে কাছেও নেই বলেছেন বাংলাদেশ হাক্কানী ত্বরীকত ফেডারেশনের নেতৃবৃন্দ। তার পরিবার ইসলামী নয় বরং আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। কোন মসজিদ-মাদ্রাসা বা ইসলামী প্রতিষ্ঠানকে তারা পেশা হিসেবে গ্রহণ করেনি। দেশে ইসলাম কায়েমের কথা বললেও নিজের পরিবারেই ইসলাম কায়েম চায়নি যুদ্ধাপরাধী নিজামী। বাংলাদেশ হাক্কানী ত্বরীকত ফেডারেশনের চেয়ারম্যান মাওলানা কাজী আহমদুর রহমান আজ এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছয় সন্তানের জনক নিজামীর রয়েছে চার ছেলে এবং দুই মেয়ে। নিজামীর সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মোহসিনা ফাতেমা। সে অনার্স-মাস্টার্স পাস করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আর মোহসিনা ফাতেমার স্বামী সাইফুল্লাহ মানসুর জামায়াত জোট সরকারের সময় বিটিভির সংবাদপাঠক ছিলো। বর্তমানে ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছে সে।
বড় ছেলে ড. নাকিবুর রহমান পড়ালেখা করেছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলাইনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছে। পরিবার-পরিজন নিয়ে সেখানে আছে।
দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। রাবেয়া ভূঁইয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডনে গিয়ে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছে। এ ছাড়া নিজামীর শুধু এই ছেলে জামাতী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাস করেছে। ছেলেদের মধ্যে কেবল নাজিব মোমেনই কেবল দেশে অবস্থান করছে। তাও কোন মাদ্রাসায় শিক্ষকতা না করে হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছে।
নিজামীর তৃতীয় ছেলে ডা. নাইমুর রহমান খালেদ পড়াশোনা করেছে পাকিস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত।
ছোট ছেলে নাদিম তালহা মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করছে। ছোট মেয়ে খাদিজা অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করে। ছোট মেয়ের স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি একসময় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। নজরুল ইসলাম বর্তমানে লন্ডনে আইন পেশায় নিয়োজিত রয়েছে। মুখে ইসলামের কথা বললেও মনে প্রাণে কখনো ইসলাম চায়নি নিজামী।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন